ক্যাচ মিস যেনো কাল হয়ে দাঁড়ালো আর্শদ্বীপের

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

ক্যাচ মিস যেনো কাল হয়ে দাঁড়ালো আর্শদ্বীপের

১৭ অভার ৩ বল, পাক- ভারতের সেই খেলায় তুমুল উত্তেজনা। বিষ্ণুইয়ের বলে একেবারে সহজে ক্যাচ তুলে দিয়েছিলেন আসিফ আলী। আর সেই ক্যাচটি মিস করেই ভারতের কাছে খলনায়ক হয়ে যায় আর্শদ্বীপ। তুমুল ট্রলের শিকার হচ্ছেন তিনি। উইকিপিডিয়ায় তার বায়োডাটাও হঠাৎ পরিবর্তন হয়ে যায়, উইপিডিয়ায় তাকে " খালিস্তানি " বলে আখ্যায়িত করছেন৷ যেটা নিয়ে ইতিমধ্যে সমন নোটিশ প্রধান করেছে কতৃপক্ষ। ক্যাচ মিস হওয়ার সময় একদম রানশুন্য ছিলেন আসিফ।

ক্যাচ টা অনেক গুরুত্বপূর্ণ ছিলো ম্যাচটার জন্য, সম্ভবত হারের অন্যতম একটি কারণও। তবুও কোনো খেলোয়াড় তো আর স্বেচ্ছায় ক্যাচ মিস করে না। এদিকে এই পরিস্থিতিতে আর্শদ্বীপের পাশে দাড়িয়ে ইন্ডিয়ান ক্রিকেটাররা, " চাপের মধ্যে বা বড় খেলায় যে কেউ ভুল করতে পারে, যখন আমি প্রথম চ্যাম্পিয়ন ট্রফি খেলেছিলাম আমিও আফ্রিদির বিরুদ্ধে খুব খারাপ শট খেলে আউট হয়েছিলাম তাই এই সবই খেলার অংশ যার মধ্যে ড্রপ ক্যাচও রয়েছে। আর্শদীপ ভালো প্লেয়ার, তার পাশে আমাদের দাঁড়াতে হবে"। - বিরাট কোহলি।

"ট্রল বা লোকে যা বলেছে তাতে আমরা কিছু মনে করি না। এই ট্রল শুধু আমার ছেলে আর্শদীপকে শক্তিশালী করবে। মানুষ আবেগাপ্লুত হয়ে পড়ে। আমরা এটিকে ইতিবাচকভাবে নিচ্ছি। আর্শদীপকে ট্রল করা নিয়ে কোনো সমস্যা নেই "। -আর্শদীপ সিংয়ের বাবা " এসময় আর্শদ্বীপের মতো আমিও ট্রলের শিকার হয়েছিলাম, তবে সেটা আমাকে ব্যধিত করতে পারেনি, কারণ সে সময় আমার দেশ আমার পাশে দাড়িয়ে ছিলো।

আমি কেবল আর্শদ্বীপকে বলবো " এ ট্রল তোমার কিছুই করতে পারবে না, কারণ, তোমার প্রতিভা অপরিসীম "- মোহাম্মদ সামী। এছাড়াও আরো অনেকে পাশে দাড়িয়েছে আর্শদ্বীপের।

পত্রিকা একাত্তর /মাহমুদ রাফি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news