চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা ২ নং জালালাবাদ ওয়ার্ডের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ভূমিদস্যু ১৩ মামলার আসামি মোঃ শাহজাহান প্রকাশ লাল বাদশাকে গ্রেপ্তার করেছেন বায়েজিদ বোস্তামী থানার এস আই আজহারুলসহ সঙ্গীয় ফোর্স’রা তার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ভূমিধস্যু নারী ও শিশু নির্যাতনসহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় মোট ১৩ টি মামলা রয়েছে। অদ্য শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় তার গ্রেফতারি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস জাহান।
তিনি বলেন আমি যতদিন এই থানায় থাকবো ততদিন কোন সন্ত্রাসী মাদক কারবারি ভূমিদস্যু কোন অন্যায় কাজ লিপ্ত হয়ে রেহাই পাবেনা এবং কোনো অন্যায়কারীকে ছাড় নয়। মোঃ শাহাজান প্রকাশ লাল বাদশার গ্রেফতার নিশ্চিত করেন তিনি। মোঃ শাহজাহান প্রকাশ লাল বাদশা শত অপরাধের অপরাধী সন্ত্রাসী কর্মকাণ্ড গড়ে তুলেছিলেন বায়েজিদ বোস্তামী থানা এলাকা ২ নং জালালাবাদ ওয়ার্ড ইসলামপুর, মাঝিরঘোনা, জঙ্গল সলিমপুর, লিংক রোড সহ অত্র এলাকায় লাল বাদশা,সুপরিচিত অস্ত্রধারী কিশোর গ্যাং ও ভূমিদস্যু লিডার হিসেবে। লাল বাদশার গ্রেপ্তার খবর পেয়ে অত্র এলাকার জনসাধারণ আনন্দে মিষ্টি বিতরণ করেছেন।
পত্রিকা একাত্তর / ইসমাইল ইমন