patrika71
ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন আল পাচিনো

বিনোদন ডেস্ক
জুন ৪, ২০২৩ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

৮৩ বছর বয়সে আবারও বাবার হতে চলেছেন হলিউড তারকা আল পাচিনো। গত বছর নিজের ৮২তম জন্মদিনে তার নতুন প্রেমিকা নূর আলফাল্লাহর সঙ্গে তাকে প্রথম দেখা যায়। এবার তার গর্ভে আসছে আল পাচিনোর চতুর্থ সন্তান। সিএনএন জানিয়েছে, নিজের প্রেমিকার থেকে বয়সে ৫৪ বছর বড় আল পাচিনো। নূরের বয়স এখন ২৯ বছর।

গত বছর অভিনেতা জন্মদিনের দিন এক রেস্তরাঁয় বন্ধুবান্ধবের সঙ্গে দেখা যায় নূর ও আল পাচিনোকে। বয়সের তফাত ৫৪ হলেও চুটিয়ে প্রেম করছেন তারা। মহামারির সময়েই প্রেম শুরু করেন তারা।

চলচ্চিত্র প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি ইউসিএল-এ স্কুল অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন-এ পড়াশোনা করেছেন। অপরদিকে আল পাচিনোর এর আগে আরও তিন সন্তান রয়েছে। তিনি সুপারস্টারে পরিণত হয়েছেন মূলত গডফাদার চলচিত্রের মধ্য দিয়ে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ