পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে ১ নারী নিহত


জেলা প্রতিনিধি, পিরোজপুর প্রকাশের সময় : ৩০/০৪/২০২৩, ১:৪৪ অপরাহ্ণ /
পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে ১ নারী নিহত

ঝড়ের সময় বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক নারী নিহত হয়েছে।পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১:৩০ মিনিটের দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত হোসনে আরা( ৪০) আব্দুস সালাম খলিফার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে সাপলেজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরাজ হোসেন বলেন, দুপুরের দিকে তার বাড়ির পাশে মুগডাল তোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বজ্রপাতে নিহতের ঘটনাটি শুনেছি। মঠবাড়িয়া থানা পুলিশ তথ্য সংগ্রহ করেছেন এবং নিজ বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ নাহিদ