ঝিনাইগাতী থানার উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


জেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ১৬/০৪/২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ /
ঝিনাইগাতী থানার উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলার ৭ইউনিয়নের ৬৭ জন গ্রাম পুলিশের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ঝিনাইগাতী থানা। ১৬ এপ্রিল রবিবার দুপুরে থানার হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়। 

ঝিনাইগাতী থানার আয়োজনে ওসি মো. মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে এতে বক্তব্য প্রদান সহ

গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন, নব্য যোগদানকারী নালিতাবাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার রায়হানা ইয়াসমীন। এসময় থানার ওসি (তদন্ত) আবুল কাশেম সহ সকল অফিসার, পুলিশ সদস্য অন্যান্য কর্মচারি সহ ৬৭ জন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

ঈদ উপহারের মধ্যে ছিল- সেমাই, চিনি, দুধ, সাবান ইত্যাদি। উপহার সামগ্রী পেয়ে গ্রাম পুলিশরা থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পত্রিকা একাত্তর/ আবু হেলাল