বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী


পত্রিকা একাত্তর প্রকাশের সময় : ১০/০৪/২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ণ /
বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। এছাড়াও তার আরেকটি পরিচয় হলো তিনি দুবাইয়ের শাসক। তার কন্যা মাহরা বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত। তিনি বরাবরই তার জীবন যাপন নিয়ে মানুষকে জানাতে পছন্দ করেন।

এবার রাজকীয় বিয়ে দেখতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিয়ে করেছেন দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বরও ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। শেখা মাহরার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। রাজপরিবারের সদস্যরা বুধবার তাদের বিয়ের বিষয়টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

শেখ মানা এবং শেখা মাহরা ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন যে তারা তাদের কাটব-আল-কিতাব উদযাপন করেছেন। এটি বিবাহের আনুষ্ঠানিক স্বাক্ষর।

নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে শেখ মানার পিতা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুম একটি কবিতাও লিখেছেন। ঘোষণায় বলা হয়েছে যে, কবিতাটি দুই রাজপরিবারের মধ্যে বিবাহের আনুষ্ঠানিক স্বাক্ষর উপলক্ষ্যে লেখা হয়েছিল। তবে কবে এই রাজকীয় বিয়ের উদযাপন হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

ঘোড়ায় চড়া মাহরার অন্যতম শখের একটি। জানা যায়, তার ব্যয়বহুল অনেক ঘোড়া রয়েছে। যেগুলোর পেছনে বছরে কোটি কোটি টাকা ব্যয় করেন তিনি। এছাড়া তার বাড়িতে রয়েছে দুইটি রয়েল বেঙ্গল টাইগারও। তার বিলাসি জীবনের শেষটা কিন্তু এখানেই নয়। বর্তমান সময়ে দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল বিল্ডিং প্রিন্সেস টাওয়ার এর নিচতলায় তার জন্য স্পেশাল কমপ্লেক্স করা হয়েছে যার মূল্য অন্তত ১৩০ মিলিয়ন ইউএস ডলার। যা বাংলাদেশী টাকার অংকে দাঁড়ায় ৯৯০ কোটি টাকা।

ইংল্যান্ড থেকে ফিরে এসে দুবাইয়ের বিখ্যাত জায়েদ ইউনিভার্সিটিতে বিজনেসে গ্র্যাজুয়েট সম্পূর্ণ করেছেন। ল্যাম্বরগিনি ফেরারি বিএমডব্লিউসহ বিশ্বের নামীদামী গাড়ি তার গ্যারেজে রয়েছে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ