বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড নৈতৃত্ব

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২২, ১ year আগে

বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড নৈতৃত্ব

বাংলাদেশে ক্যারিয়ার বিষয়ক সর্ববৃহৎ সংগঠন Bangladesh Career Olympiad প্রতিষ্ঠাতা গাজী মিজানুর রহমান বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও পরিচালক শাকিল আল আমিন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার।

উক্ত প্রতিষ্ঠানের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। কমিটির কো-অর্ডিনেটর মোঃ শাকির হোসেন বলেন- আমি আশা করি আমার কমিটির সবাই আন্তরিকতার সাথে কাজ করে যাবে এবং সার্বিক সহযোগিতা করবে।

উক্ত কমিটির উপজেলা কো-অর্ডিনেটর - মোঃ শাকির হোসেন, অ্যাসিস্ট্যান্ট উপজেলা কো-অর্ডিনেটর - ইসরাত হোসেন রনি, উপজেলা স্কুল টিম ম্যানেজার -মোঃ দেলেয়ার হোসাইন,উপজেলা কলেজ টিম ম্যানেজার-মোঃ রাকিবুল হাসান, উপজেলা মাদ্রাসা টিম ম্যানেজার মোঃ মোকাররম হোসেন, উপজেলা জাতীয় বিশ্ববিদ্যালয় টিম ম্যানেজার- সুমাইয়া বিনতে ইসলাম।

মোঃ শাকির হোসেন বলেন, সাংগঠনিক কার্যক্রম সক্রিয়, যোগ্য ও কর্মঠ কর্মীকেই "বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড" এর কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে ডিস্ট্রিক পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকের সিভি কমিটির কো-অর্ডিনেটর নিকট জমা রাখা হয়েছে।

উপজেলা কো-অর্ডিনেটর মোঃ শাকির হোসেন , গাজী মিজানুর রহমান ও শাকিল আল আমিন স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন কছে বলেন- এমন একটা প্লাটফর্ম তৈরী করার জন্য ও ক্যারিয়ার বিষয়ক সর্ববৃহৎ প্লাটফর্মে আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করছি।

শাকির স্যার আরও বলেন, আমাদের মুক্তাগাছা উপজেলা টিম সব সময় প্রস্তুত আছে কেন্দ্রীয় যেকোনো নির্দেশে কাজ করার জন্য। ইতিমধ্যে আমি ও আমার টিম মুক্তাগাছা প্রিমিয়ার কোচিং সেন্টার এ শিক্ষার্থীদের মাঝে এ বিষয় নিয়ে আলোচনা কিরা হয়েছে।

পত্রিকাএকাত্তর /শাকিল আহমেদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news