১১ মার্চ থেকে ব্যাচেলার পয়েন্ট সিজন - ৪ আসতেছে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৬ মার্চ, ২০২২, ২ years আগে

১১ মার্চ থেকে ব্যাচেলার পয়েন্ট সিজন - ৪ আসতেছে

ব্যাচেলর পয়েন্ট একটি বাংলাদেশী কৌতুক নাটক ধারাবাহিক, যা ৪ আগস্ট ২০১৮ সালে চ্যানেল নাইনে সর্বপ্রথম প্রচারিত হয়। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

এবার আসছে ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট সিজন - ৪ দেখুন।বাংলাদেশ টেলিভিশনে আবারও প্রচারিত হতে যাচ্ছে দর্শক নন্দিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি দেখা যাবে, আগামী শুক্রবার ১১ মার্চ থেকে দেখা যাবে দর্শক নন্দিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সিজন-৪ এর নতুন পর্বগুলো।

রবিবার ৬ মার্চ সকালে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিয়েছে ব্যাচেলর পয়েন্টের পুরো টিম। ব্যাচেলর পয়েন্ট এ প্রসঙ্গে নাটকটির নির্মতা ও রচয়িতা কাজল আরেফিন অমি জানান, নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব আগামী শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। এরপর ঐদিন রাত ৯টায় তা উন্মুক্ত হবে ইউটিউব প্লাটফর্ম ধ্রুব টিভিতে। সপ্তাহের প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৮টা ২৫ মিনিটে নাটকটির নতুন পর্ব গুলো প্রচার হতে থাকবে।

ব্যাচেলার পয়েন্ট নতুন সিজনের-৪ এই পর্ব গুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।

এই নাটকের মূল দৃশ্যপট, ঢাকা শহরে কয়েকজন অবিবাহিত ছেলের একসাথে একই ফ্ল্যাটে জীবনযাপনকে কেন্দ্র করে। এটি ঢাকা শহরে একসাথে ব্যাচেলর পয়েন্টে বসবাসকারী বিভিন্ন জেলা এবং অঞ্চলের লোকদের সম্পর্কে নির্মিত।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news