দিনাজপুরে ২৭তম জাতীয় যুব হকি খেলা প্রতিযোগিতা উদ্বোধন


স্টাফ রিপোর্টার, দিনাজপুর প্রকাশের সময় : ১৭/১০/২০২২, ১০:২৭ অপরাহ্ণ / ১০৫
দিনাজপুরে ২৭তম জাতীয় যুব হকি খেলা প্রতিযোগিতা উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ৮টি দল অংশগ্রহণ করছে।

প্রতিযোগিতা শেষ হবে ২০ অক্টোবর। সোমবার (১৭ অক্টোবর ২০২২) বিকেলে দিনাজপুর জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। এরআগে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ, আল আরাফাহ ইসলামী ব্যাংক দিনাজপুর শাখা ব্যবস্থাপক মো. মবিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি সাজেদ এ এ আদেল, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিুজর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, সদস্য রবিউল আউয়াল খোকা, মো. শাহীন, জুলফিকারসহ খেলোয়াড়বৃন্দ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব।

জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও হকি উ কমিটির আহবায়ক মতিউর রহমান জানান, ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে- রংপুর বিভাগীয় দল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগঁাও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা দল।

উদ্বোধনী খেলায় অংশ নেয় রংপুর জেলা ও ঠাকুরগঁাও জেলা দল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. লতিফুর রহমান, মো. খায়রুল আমীন, জাজ মাকসুদুর রহমান, রিজার্ভ আম্পায়ার জায়েদুল ইসলাম। ধারা ভাষ্যকার ছিলেন মো. রফিক।

পত্রিকা একাত্তর / আরমান হোসেন