শাবিপ্রবির ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে গণঅবস্থান 

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা জেলা প্রতিনিধি

২৭ জানুয়ারী, ২০২২, ২ years আগে

শাবিপ্রবির ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে গণঅবস্থান 

শাবিপ্রবির ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে ২৬ জানুয়ারি ২০২২, বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১০ টি ছাত্র সংগঠনের আয়োজনে গণঅবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন এবং শাবিপ্রবির ভিসির পদত্যাগের জন্য জোরালো দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন এই ১০ টি ছাত্র সংগঠনের আয়োজনে গণঅবস্থান অনুষ্ঠিত হয়। শাবিপ্রবির ভিসির পদত্যাগের দাবি এবং শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে সংগঠনগুলোর শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জয়দ্বীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত গণঅবস্থানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, ডা: হারুন অর রশিদ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় সাংগাঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মানস নন্দী, শিল্পী অরূপ রাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন, সাস্ট আর্কিটেকচার অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি স্থপতি নাজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা অনিন্দ্য আরিফ, সাবেক ছাত্রনেতা ও গল্পকার মাহমুদুল হক আরিফ, কবি রহমান মফিজ প্রমুখ।

বক্তারা বলেন, শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা সারাদেশে সাহস ছড়িয়েছেন। তাদের আন্দোলনের নৈতিক বিজয় অনেক আগেই হয়েছে। তাদের ন্যায্য দাবির আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সমর্থন রয়েছে। শাবিপ্রবির ভিসি পদত্যাগ না করে তার চূড়ান্ত স্বৈরাচারী একগুঁয়ে মানসিকতার পরিচয় দিয়ে চলেছে। সরকারের লেজুড়বৃত্তি করায় সরকারও ফরিদ উদ্দিন আহমেদের মতো উপাচার্যদেরকে ইন্ধন দেয়। স্বৈরাচারী উপাচার্য ফরিদ উদ্দিন পদত্যাগ না করালে সরকারকে এর কড়া মূল্য দিতে হবে।

বক্তারা আরো বলেন, আন্দোলনকারীদের চিকিৎসা এবং খাদ্যের জন্য অর্থসহায়তা করায় সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনিভাবে শাবিপ্রবির ৬ জন সাবেক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অবিলম্বে তাদেরকে হয়রানি বন্ধ করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

গণঅবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে সংগীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী শিল্পীগোষ্ঠী, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রাচ্যনাটের গায়ক ও শিল্পীবৃন্দ। এছাড়া নাটকের দল বটতলা'র বন্ধুরা উপস্থিত ছিলেন।

গণঅবস্থানে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দীন খান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তসলিমা আখতার, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা বেলাল চৌধুরী, সাংস্কৃতিক কর্মী আজাদ আবুল কালাম, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আ ক ম জহিরুল ইসলাম, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, শিশু ও শিক্ষা রক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের শবনম হাফিজ, শ্রমিকনেতা শহীদুল ইসলাম সবুজ, গবেষক মাহা মির্জা, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, বাকী বিল্লাহ, লিটন নন্দী, সাংবাদিক ও গায়ক তুহিন কান্তি দাস প্রমুখ। আচমকা বৃষ্টির ঝরার কারণে গন অবস্থানে উপস্থিত হলেও অনেকেই বক্তব্য দিতে পারেননি এবং অনেকেই কর্মসূচিতে আসার কথা থাকলেও যোগ দিতে পারেননি। মুষলধারে বৃষ্টি হলে নির্ধারিত সময়ের আগেই গণঅবস্থান শেষ করতে হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদ সুজন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর ও সাধারণ সম্পাদক দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি ছায়েদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি জওহর লাল রায়, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের দপ্তর সম্পাদক আব্দুল মমিনসহ ছাত্রনেতৃবৃন্দ অবিলম্বে শাবিপ্রবির স্বৈরাচারী উপাচার্যের পদত্যাগ দাবি করেন। ছাত্রনেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে আন্দোলনকারীদের এক দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এছাড়া গণঅবস্থানে সংহতি জানিয়েছেন সাংবাদিক আবু সাঈদ খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, সাংবাদিক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক আইনুননাহার সিদ্দিকা লিপি, সাংবাদিক ইলিয়াস উদ্দিন পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা, লেখক মাজহারুল ইসলাম বাবলা, সাংবাদিক বিধান রিবেরু, চলচ্চিত্র নির্মাতা রিপন কান্তি দাস, সাংবাদিক সাইদিয়া গুলরুখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতু, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট মতিন সরকার, সাবেক ছাত্রনেতা ও কথাসাহিত্যিক ইমতিয়াজ শামীম প্রমুখ।

পত্রিকা একাত্তর/ মোঃ আল-আমিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news