ফুটবল বিশ্বকাপ ঘিরে নানা ধরনের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও বইছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপকে স্বাগত জানিয়ে নীলফামারীর ডোমারে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ই নভেম্বর) দুপুর ৩টায় ডোমার বাজার বাটার মোড় থেকে ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ডোমার’ এর আয়োজনে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে একটি শোভাযাত্রা এশিয়ান হাইওয়ে দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ শহর ঘুরে ডোমার উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশগ্রহণ করেন সববয়সী আর্জেন্টিনা সমর্থক। প্রিয় দল আর্জেন্টিনার পতাকা, জার্সি পড়ে সমবেত হয় সমর্থকেরা। ডোমারে এক রকমের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আজ। হাজার হাজার মাইল দূরের এক দেশের শৈল্পিক ফুটবলের জন্য এমন আবেগকে সাধুবাদ জানিয়েছে সবাই।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুণ স্বপন ইসলাম জানান, ছোটবেলা থেকে ফুটবলে আর্জেন্টিনাকে ভালোবাসি। তাদের খেলা অত্যন্ত ভালো লাগে। এজন্যই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি আজ। এলাকার বড়-ছোট সবার সাথে উৎসবমুখর পরিবেশে সময় কাটাতে পারছি বলে অনেক আনন্দ হচ্ছে।
আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ডোমার-এর সমন্বয়ক ইয়াসিন মোহাম্মদ সিথুন জানান, প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থনের উদ্দেশ্যে আজকের বাইক শোভাযাত্রা। এতে প্রায় ১২০টি মোটরসাইকেল যুক্ত হয়েছে। নিজ অর্থায়নে আর্জেন্টিনা সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফুটবলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে এবার আর্জেন্টিনা শিরোপা ঘরে তুলবে। একই দিনে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা থাকলেও, দুই পক্ষই সৌহার্দপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নিজ নিজ শোভাযাত্রা সম্পন্ন করায় ডোমারে শান্তিপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধনের প্রমাণ হলো।
অন্যদিকে, একই দিনে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে ব্রাজিল ফ্যান ক্লাব। তাদেরও শতাধিক মোটরসাইকেলে সমর্থকরা অংশগ্রহণ করে। মুখোমুখি হলেও, নিজ নিজ শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ করেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা।
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এছাড়া গ্রুপ পর্বের আরও ২টি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :