নীলফামারীর ডোমারে ‘চিকনমাটি ভাদুর স্কুল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ। এতে নীলফামারীর ইমরান স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয়লাভ করে মটর শ্রমিক ইউনিয়ন (২২০)।
শুক্রবার (২৮শে অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার চিকনমাটি ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় (ভাদুর স্কুল) মাঠে অনুষ্ঠিত চিকনমাটি ভাদুর স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী।
খেলায় পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে নীলফামারীর ইমরান স্পোর্টিং ক্লাব বনাম মটর শ্রমিক ইউনিয়ন (২২০)। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ৩টি করে পেনাল্টি শ্যুট আউটে ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে মটর শ্রমিক ইউনিয়ন (২২০)।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট সেরা হয়েছেন মটর শ্রমিক ইউনিয়নের ফরোয়ার্ড মো. সাবু ইসলাম, ম্যান অব দ্য ম্যাচ একই দলের গোলরক্ষক মো. মোহন ইসলামকে পুরষ্কার তুলে দেওয়া হয়। এরপর, বিজয়ী দলকে ট্রফি ও এলইডি টিভি এবং পরাজিত দলকে ট্রফি তুলে দেন অতিথিরা।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান (মন্ত্রী), ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুবেল ইসলাম, সাবেক কৃতি ফুটবলার মো. আবু বক্কর সিদ্দীক, রেফারি মো. কবির হোসাইন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পত্রিকা একাত্তর/রিশাদ