উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে আজ মুখোমুখি হয় ব্রেস্ট ও পিএসজি। উত্তেজনাকর এই ম্যাচের লিওনেল মেসির এসিস্টে গোল করেন নেইমার জুনিয়র। ফলাফল ১-০ গোলে জয় লাভ করে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ মানেই টান টান উত্তেজনা, তার মধ্যে যদি হয় মেসি নেইমার তাহলে তো ব্যাপার টা আকাশচুম্বী। হ্যা, তাই। এই প্রথম ফরাসি জায়ান্ট পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ খেলছেন ফুটবল বিশ্বের রাজা আর্জেন্টাইন লিওনেল মেসি। সাথে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলের প্রিন্স নেইমার জুনিয়র। নেইমার আর মেসির অপ্রতিরোধ্য এক বন্ধুত্ব আমরা সবাই জানি ৷ দুজন দুই চির প্রতিদ্বন্দ্বী দলে থাকলেও তাদের বন্ধু একদম রক্তের মতো।
নেই মেসিকে আইডল হিসেবেও দেখেন। মেসি নেইমার জুটি সবসময়ই অসাধারণ আর তাদের উৎযাপন, একে অপরকে বুকে জড়িয়ে নেওয়া আর সাহস জাগিয়ে দেওয়া, যে এক উষ্ণ ভালোবাসা দেখে ফুটবল বিশ্ব। ভক্তদের মনের সকল হিংসা, বিদ্বেষ টুটে দেই নিমিষেই। ফুটবল বলতে বিশ্ববাসী সেই বহু আগে থেকেই লাতিন আমেরিকান দুই জায়ান্টকেই বুঝে। পেলে, ম্যারাডোনা ছিলো ফুটবল বিশ্বের মহানায়ক। ৯০ মিনিটের এই আবেগি যুদ্ধকে তারা সুন্দর করে রেখে গেছেন।
বিশ্ববাসীর কাছে ফুটবলকে বানিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। যার জনপ্রিয়তা মহাশূন্যের ন্যাম অসীম। এর আগে এই দুই মহানায়ক একসাথে খেলেছেন স্পেনিশ ক্লাব বার্সালোনায়৷ বার্সালোনায় খেলার সময় থেকেই তাদের মধ্যে এমন বন্ধুত্বময় সম্পর্ক দেখা যায়। যা দিন দিন আরো সৌন্দর্যময় করে তুলছে ফুটবলকে। জাদু দেখুক ফুটবল বিশ্ব সাথে বেঁচে থাকুক তাদের কোমলময়ী, দৃষ্টিনন্দীত বন্ধুত্ব।
পত্রিকা একাত্তর /মাহমুদ রাফি