পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে ১৯৮৬ সালের ২৪ শে এপ্রিল জন্ম গ্রহন সিকান্দার রাজা বাট ৷ রাজা কি ভাবতো কখনো? একজন পাকিস্তানি হয়ে একসময় জিম্বাবুয়ে ক্রিকেটের একজন সেনসেশন হয়ে উঠবেন। হ্যা, সিকান্দার রাজা তার পারফর্ম্যান্সে জোরে হয়ে উঠেছেন আইসিসির আগষ্ট ২০২২-এর প্লেয়ার অফ দ্য মান্থ। যা জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য এক ইতিহাস।
লোগানকাপে সিকান্দার তার চমকপ্রদ খেলার মাধ্যমে জিম্বাবুয়ের নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। সিকান্দার রাজা ২০০১ সালে পরিবার নিয়ে জিম্বাবুয়ের অভিবাসী হয়ে যান। নাগরিকত্ব সমস্যায় ভুগলেও পরবর্তীতে ২০১১ সালে তা সমাধান হয়ে যায়।
ডান হাতি এই অলরাউন্ডারের জিম্বাবুয়ের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ৩রা সেপ্টেম্বর ২০১৩ সালে যেই ম্যাচটি ছিলো সিকান্দারের মাতৃভূমির বিপক্ষে অর্থাৎ মাতৃভূমির বিপক্ষেই তার অভিষেক ঘটে টেস্ট ক্রিকেটে। এছাড়াও ৩রা মে ২০১৩ সালেই বাংলাদেশের বিপক্ষে অভিষেক ঘটে ওয়ানডে ক্রিকেটে।
ঘরোয়া লিগের পরিসংখ্যান অনুযায়ী, সিকান্দার রাজা তার ক্যারিয়ারে ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত নর্দার্নসের হয়ে খেলেন। ২০১০ সালে সাউদার্ন রক্সের হলেও ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত খেলছেন ম্যাশোল্যান্ড ঈগলসের হয়ে। এছাড়াও, সিকান্দার রাজা খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চিটাগং ভাইকিংসের হয়ে। সম্প্রতি আইপিএলে খেলার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, তিনি এই পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন ১৭ টি, স্ট্রাইক রেট ৫৫.১৬ রেখে সর্বমোট ১১৮৭ রান সংগ্রহ করেছেন। ১ টি শতক ও ৮ টি অর্ধশতক তার টেস্ট ক্যারিয়ারের ঝুলিতে। বল হাতে ৩৪ টি উইকেট শিকার করেছেন।
ওয়ানডে ক্রিকেটে ১২৩ টি ম্যাচ খেলে স্ট্রাইক রেট ৮৪.২৪ রেখে সর্বমোট ৩৬৫৬ রান সংগ্রহ করেছেন। ৬ টি শতক ও ২০ টি অর্ধশতক রয়েছে তার ওয়ানডে ক্রিকেটের ঝুলিতে। বল হাতে ওয়ানডে ক্রিকেটে তিনি উইকেট শিকার করেন ৭০টি।
এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৮টি ম্যাচ খেলে ১২৫ স্ট্রাইক রেট রেখে সংগ্রহ করেছেন ১০৪০ রান। ৫ টি অর্ধশতক থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে তার শতক শুন্য। এই ফরম্যাটে ২৮ টি উইকেটের শিকারী তিনি।
একজন পাকিস্তানি থেকে জিম্বাবুয়ে ক্রিকেটের রাজা হয়ে উঠবেন, সেটা কখনো কল্পনাও করতে পারেনি সিকান্দার রাজা৷ রাজার মতো নিজেকে আরো মেলে ধরুক বিশ্ব ক্রিকেটে। ফিরিয়ে আনুক জিম্বাবুয়ের ক্রিকেটের সেই অচেনা স্বাদ। হয়ে উঠুক একজন ঐতিহাসিক সিকান্দার রাজা৷
পত্রিকা একাত্তর /মাহমুদ রাফি