চলতি বছরে নয়টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে সাতটিতেই হার বাংলাদেশের। ছোট্ট এই ফরম্যাটটিতে কিসের এতো অভাব টাইগারদের, গঠনগত শক্তি নাকি মনোবলের৷ মানসিক শক্তির অভাব যদি বলি, তবে সেটা কখনোই ভুল হবে না। শ্রীরামের মতানুসারে , বাংলাদেশ ক্রিকেটারদের এমন অবস্থা মানসিকতার একটা বড় কারণ। শ্রীরাম বলেন, ‘‘ম্যাচের মধ্যে এমন কিছু মুহূর্ত চলে আসে যেগুলো জিততে না পারায় আর ম্যাচ জেতা যায় না।
এখন এই সব মুহূর্তে আমরা হারছি। সেই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। আমাদের মানসিক শক্তি ধরে রাখতে হবে ’’। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। উক্ত বৈঠকে শ্রীরাম জানান,” বাংলাদেশ দলের সাথে থাকতে চান তিনি। বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শদাতার দায়িত্ব নেওয়ার পরে এটাই প্রথম সাংবাদিক বৈঠক শ্রীরামের। তিনি আরো বলেন,” আমি এই মুহুর্তে ফলাফলের কথা ভাবছি না। আমার লক্ষ্য হচ্ছে ক্রিকেটারদের খেলার দিকে।
তারা কিভাবে খেলছে, কতটুকু মানসিকতা তাদের খেলার দিকে। জয়ের জন্য তারা কতটা পরিশ্রম করছে। তারা নির্দিষ্ট একটি পদ্ধতি অবলম্বন করে অনুশীলন করে গেলেই সাফল্য পাবে বলে মনে করি। যদি দলের সাত-আট জন ক্রিকেটার আমাদের নজর কাড়তে পারে তা হলেই আমরা জিততে পারবো। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হওয়ার পরে মোসাদ্দেক হোসেন যেই খেলাটা শুরু করেছিল, সেটা দেখে আমার ভালো অনেকটাই লেগেছে।
দল হারবে-জিতবে এটা হতেই পারে। কিন্তু এই ধরনের খেলা দল ও সতীর্থদের মনোবল বাড়িয়ে দেয় নির্দিদ্ধায়। আমরা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট লক্ষ্যে চলতে শুরু করেছি এবং তা অব্যাহত থাকবে। ’’ এবারের এশিয়া কাপের আসরের ভালো যায়নি টাইগারদের। সেটা নিয়ে মানসিকতা নষ্ট করার কোনোই প্রয়োজন নেই। লক্ষ্য রাখতে হবে সামনে। বোর্ড থেকে জানা যায়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফলাফল ভালো হলে শ্রীরামের সাথে চুক্তি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
শ্রীরাম সেটা ভাবেন না, তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ভারতের মতো শক্তিসম্পন্ন করার। বাংলাদেশের পাইপলাইনকে আরো মজবুত করার। সম্প্রতি দল ঘোষণা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, শান্ত কেন দলে ? এমনই এক প্রশ্নের মুখে বোর্ড। এ নিয়ে বোর্ড কমিটিতে থাকা নান্নু বলেন, ” শান্তর বিপিএল পারফর্মান্সের জন্য তাকে দলে আনা হয়েছে “। মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গে কথা বললে তিনি বলেন তড়িঘড়ি করে বৈঠক ছেড়ে চলে যান।
পত্রিকা একাত্তর /মাহাম্মুদ রাফি