এইতো অল্পকিছুদিন হলো টাইগাররা দুবাই থেকে দেশে ফিরলো৷ ফের আবার দুবাই যেতে হবে, সেটা আবার বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে। আগামী ২২শে সেপ্টেম্বরে দুবাই যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সেটা আবার সংযুক্ত আরব আমিরাতের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে। শোনা যাচ্ছে, বৃষ্টির কারনে ঘরের মাঠে ক্রিকেটারদের পরিপুর্ণ অনুশীলন করতে না পারার কারণে বোর্ডের এই সিদ্ধান্ত।
একারনে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নামজুল হাসান পাপন জানান,” বৃষ্টির কারণে কিছুদিন যাবত ক্রিকেটাররা প্রস্তুতি নিতে সমস্যা হয়েছে। যেটা পুরণ করতেই দল পাঠানো হবে আরব আমিরাতের সাথে দুটি ম্যাচ খেলতে। ” টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আবারো দুবাই যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেটের দলের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বৃষ্টির কারণে ঘরের মাঝে ঠিকমতো প্রস্তুতি সারতে পারেনি বাংলাদেশ। আরব আমিরাত দলের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই, এই দল নিয়েই বিশ্বকাপের প্রস্তুতির জন্য ২২ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে তারা চারদিনের প্রস্তুতি ক্যাম্প করবে ।
এবং অংশ নিবে আরব আমিরাতের জাতীয় দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে । ম্যাচ দুটি শেষে আগামী ২৭ সেপ্টেম্বর ফের দেশে ফিরবে টাইগাররা। এবং ৩০ সেপ্টেম্বর পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশ্যে নিউজিল্যান্ডের উদ্দেশ্য রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।পরবর্তীতে ঘোষণাকৃত ১৫ সদস্যের দল নিয়ে এবারের অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড হচ্ছে : সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব , মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী , নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত। স্ট্যান্ডবাই রয়েছে : শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।
পত্রিকা একাত্তর /মাহমুদ রাফি