চিলাহাটি প্রেসক্লাব ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩০ মে, ২০২২, ১ year আগে

চিলাহাটি প্রেসক্লাব ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি প্রেসক্লাবের নবনির্মিত ভবন ও ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যালয় রেলওয়ে পাকশী ডিভিশনের প্রকৌশলী আব্দুর রহিমের নেতৃত্বে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯শে মে) আনুমানিক দুপুর ১টায় উপজেলার চিলাহাটি প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন—চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তোজাম্মেল হোসেন মঞ্জু।

এসময় আরও বক্তব্য রাখেন—নীলফামারী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, চিলাহাটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এআই পলাশ, সহ-সভাপতি মাহবুবুল হক প্রামাণিক ওহাবুল, আহসানুল কবির জুয়েল, লিটু প্রমুখ।

বক্তারা বলেন, পাকজোনের পিডি আব্দুর রহিম চিলাহাটি উন্নয়ন প্রজেক্টের কাজ করার সুবাদে বিভিন্ন অনিয়ম করে আসছিল। স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন কাজের তালিকা ও ব্যয়ের পরিমাণ সম্বলিত সাইনবোর্ড না থাকা এবং চিলাহাটি রেলওয়ে স্টেশনের বিভিন্ন মূল্যবান গাছ কাটা, বেশকিছু পুরান ভবন সরকারী টেন্ডার ছাড়াই মালামাল উধাও হওয়ার ঘটনাটি জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর আক্রোশপ্রসূত আচরণ করে। এরই প্রেক্ষিতে শুক্রবার সকালের দিকে চিলাহাটি প্রেসক্লাব ও আওয়ামী যুবলীগ অফিস ভাঙচুর করে। এই পিডির দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসরণ এবং ক্ষয়ক্ষতি প্রদানের আহ্বান জানান।

অপরদিকে, ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে চিলাহাটি প্রেসক্লাব চত্বরে পৃথকভাবে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে বক্তব্য রাখেন—ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, যুবলীগের সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল।

বক্তারা বলেন, কোনো প্রকার সরকারী নিয়ম-নীতি না মেনে রেলের পাকশী জোনের পিডি নিজের স্বার্থ হাসিলের জন্য আক্রোশ মূলক চিলাহাটি প্রেসক্লাব ও যুবলীগ অফিস ভাঙচুর করে। আমরা তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। বর্তমান সরকার যখন দেশের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন সেখানে এই রকম কিছু অসাধু ব্যক্তির জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই এই ধরনের কর্মকর্তার অপসারণ ও শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১১টার দিকে রেষারেষির জেরে রেলওয়ে পাকশি ডিবিশনের প্রকৌশলী পাকজোনের পিডি আব্দুর রহিম তার বাহিনী নিয়ে এসে সরকারী নিয়ম-নীতির তোয়াক্কা না করে চিলাহাটি প্রেসক্লাবের নবনির্মিত ভবন ও তার পাশে থাকা ভোগডাবুরী ইউনিয়ন যুবলীগের টিন শেড অফিসটি তার পেটোয়া বাহিনী দিয়ে ভেঙে দিয়ে দ্রুত চিলাহাটি থেকে তার বাহিনী নিয়ে ৩টি মাইক্রোবাস যোগে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ায় শুক্রবার বাদ জুম্মার পর এলাকার সাংবাদিক, বিশিষ্ট সমাজ সেবকরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে ভাঙচুরের ঘটনাটি উপলব্ধি করে তীব্র প্রতিবাদ জানায়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news