কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১২ মে, ২০২২, ১ year আগে

কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরন

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সারের পিছনে কৃষক নয়, কৃষকের পিছনে সার-বীজ ঘুরে উল্লেখ করে বলেন, বিএনপি-জামায়াতের আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছিল।

এখন আর গুলি খেয়ে মরতে হয় না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষকের ঘরে ঘরে সার বীজ পৌঁছে দিচ্ছে। এখন দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রেখেই খাদ্য আবাদ করা হচ্ছে। যেন কোন মানুষ খাদ্যের জন্য কষ্ট না করে। কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ।

তিনি বলেন, কৃষি ও কৃষকদের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকদের ভাগ্য পরিবর্তন হয়েছে। দেশে খাদ্যের অভাব নেই। মাথাপিছু আয় বেড়েছে। মানুষ শান্তিতে আছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে।

কৃষকরা এখন এই ব্যাংক পরিসেবা গ্রহণ করছেন। কৃষকরা এখন কৃষিকাজের জন্য সুদমুক্ত ও স্বল্প সুদে ঋণ পাচ্ছেন। ফলে প্রান্তিক কৃষকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আর এগুলো সম্ভব হয়েছে শুধু মাত্র শেখ হাসিনার জন্য।

১২ মে বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি মুল্যে) ২য় পর্যায়ে বরাদ্দ প্রাপ্ত ৬জন কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, সদর উপজেলা কৃষি অফিসার নুর হাসান, কৃষি সম্প্রসারন অফিসার সুরভী আকতার প্রমুখ। এ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর /মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news