বাড়ি ফেরার পথে ইউপি সদস্যের দুর্বৃত্তদের হামলা

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

২৩ এপ্রিল, ২০২২, ১ year আগে

বাড়ি ফেরার পথে ইউপি সদস্যের দুর্বৃত্তদের হামলা

ইফতার শেষে পরিবারে বাড়ি ফেরার পথে বাগেরহাট সদর উপজেলার হারিখালী এলাকায় গোটাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম তরফদার মনির (৪৫) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আহত ইউপি সদস্যকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেয় স্থানীয়রা।

পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন জনরা। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরিকুল ইসলাম ছোট-র বড় ভাই মতি, মনিরুলের সাথে হেরে যায়।

সেই দ্বন্দ্বের জেরে what's the washing এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মনিরুলের স্ত্রী আছিয়া আক্তার তিনি বলেন, শুক্রবার ইফতার মাহফিল শেষে মোটরসাইকেল নিয়ে বাগেরহাট শহরের বাড়ি ফিরছিলেন তারা।

মুনিগঞ্জ সেতু থেকে নেমে হারিখালী এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা তরিকুল ইসলাম ছোটসহ ১২-১৪ তাদের গতিরোধ করে। বিপদ বুঝতে পেরে মনির দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন তারা মনিরকে ধরে ফেলে ও এলোপাথাড়ি কোপাতে থাকে।

পরে আমাকেও মারধর করে শিশুকন্যাসহ রাস্তার খাদে ফেলে দেয়। গুরুতর আহত মনিরকে মৃত ভেবে সড়কে ফেলে রেখে চলে যায় তরিকুল ইসলামরা। আহত মনিরুল ইসলাম তরফদার মনি বাগেরহাট সদর উপজেলার ভাটশালা গ্রামের ইছহাক আলী তরফদারের ছেলে।

সে গোটাপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের (ভাটশালা) সদস্য। হামলার নেতৃত্ব দেওয়া তরিকুল ইসলাম ছোট (৩৫) ভাটশালা গ্রামের বাসিন্দা। ছোট একসময় বাগেরহাট জেলা ছাত্রলীগের পদে ছিলেন।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আহত ইউপি সদস্য মনিরুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় আহতের জনরা থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে আহতের স্ত্রী একজনকে শনাক্ত করতে পেরেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

পত্রিকা একাত্তর /শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news