patrika71
ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটার বিজয় কাগজপত্র ছাড়াই গাড়ি চালাচ্ছেন

বিনোদন ডেস্ক
জুন ২৪, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় প্রায় তিন বছর হলো কোনো ধরনের কাগজপত্র ছাড়াই গাড়ি চালাচ্ছেন । তার টয়োটা ব্রান্ডের সি-এইচ আর মডেলের গাড়িটির কোনো ধরনের রেজিষ্টেশন, ট্যাক্স ভ্যাট, ইনসুরেন্সসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র নেই।

জানা যায়, বছর তিনেক আগে রাজধানীর তেজগাঁও এলাকার মাভিন অটোস থেকে গাড়িটি কেনেন ডানহাতি এই ক্রিকেটার। তারপর থেকে তিনি নিশ্চিন্তে এটি ব্যবহার করছেন। এই গাড়িতে করেই তিনি নিয়মিত প্রাকটিসে আসা যাওয়াসহ প্রয়োজনীয় সব কাজ সারছেন।
তবে বিআরটিএর অনুমোদিত কোনো কাগজপত্র না থাকলেও নম্বর প্লেটের জায়গায় ঝুলছে শোরুম থেকে নির্ধারিত নম্বর প্লেট। যার মেয়াদ মাত্র একদিন। বিশেষ ব্যবস্থায় এটি চারদিন পর্যন্ত বাড়ানো যায়। তবে সেসব নিয়মের তোয়াক্কা না করে প্রতারণার মাধ্যমে তিনি তিন বছর ধরে গাড়িটি নিজে চালিয়ে আসছেন।

যোগাযোগ করা হয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর একজন কর্মকর্তা জানান, এইভাবে গাড়ি চালানোর কোনো নিয়ম নেই। তিনি যতবড় তারকা বা ক্ষমতাবান হোন না কেন। সড়কে গাড়ি নামালে অবশ্যই আসল কাগজপত্র তৈরি ও সাথে রাখতে হবে।
খেলার মাঠে বিজয়ের তেমন কোনো সফলতা না দেখা গেলেও প্রতারণার মাধ্যমে নানা কর্মকান্ডে সিদ্ধহস্ত এই ক্রিকেটার। জানা যায়, শুধূ গাড়িই নয়, তার দুটি মোটর বাইকেরও কোনো সরকারি কাগজপত্র নেই। যেগুলো নিয়মিত তিনি ব্যবহার করেন।

তারকা ইমেজ আর জাতীয় দলের ক্রিকেটার হওয়ার সুবাধে রাস্তায় কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়না খেলার মাঠের ব্যর্থ এই ক্রিকেটারকে। তারই বড় নজির দেখা গেলা আজ মিরপুর এলাকায়। গত ২৩ জুন শুক্রবার রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ আটকের পরও গাড়িটি ছাড়িয়ে নিয়ে যান তিনি।

এদিকে কিছুদিন আগে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের নাম ভাঙিয়ে মানুষকে প্রতারিত করে আসছিলেন তারই ছোট ভাই। এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি ভুক্তভোগী বড় ভাই এনামুল হক বিজয়। তবে কিছুদিন আগে বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন। এবং ছোট ভাইযের শাস্তি দাবি করেন।

গাড়ির কাগজপত্র না থাকা প্রসঙ্গে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি এই বিষয়ে কথা বলতে আগ্রহী নন বলে জানান।

 

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ