নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে আজ।
সোমবার (১২ই জুন) বিকাল ৩টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক, অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতার।
এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ সহ প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাবেক খেলোয়াড়বৃন্দ, গুণীজন ও সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে জোড়াবাড়ী ও গোমনাতী ইউনিয়ন। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয়লাভ করে গোমনাতী ইউনিয়ন। খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন কবির হোসেন। এছাড়া সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আবু বক্কর সিদ্দিক ও মহব্বত আলী।
পত্রিকা একাত্তর/ রিশাদ