মুক্তির উৎসবে স্বাস্থ্য বিভাগের বিনামূল্যে সেবা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ মার্চ, ২০২২, ২ years আগে

মুক্তির উৎসবে স্বাস্থ্য বিভাগের বিনামূল্যে সেবা

নীলফামারীর ডোমারে সাতদিন ব্যাপী ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা–২০২২’ উপলক্ষ্যে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক বিনামূল্যে সেবা প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা।

রবিবার (২০শে মার্চ) ডোমার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মুক্তির উৎসবের চতুর্থ দিনেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টলে সেবা গ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্টলে বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ, উচ্চ রক্তচাপ পরীক্ষা, শরীরের তাপমাত্রা পরীক্ষা, কোভিড-১৯ টিকা প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন জানান, গত চারদিনে স্টল থেকে ৯’শ ৫ জন ব্লাড গ্রুপিং, ৭’শ ৭৯ জন ডায়াবেটিস পরীক্ষা, ১ হাজার ৩’শ ৮৮ জন ওজন পরিমাপ, ১ হাজার ২’শ ৮০ জন উচ্চ রক্তচাপ পরীক্ষা, ১ হাজার ৩১ জন শরীরের তাপমাত্রা পরীক্ষা ও ৬’শ ৮১ জন কোভিড-১৯ এর প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা গ্রহণ করেছেন।

উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা–২০২২’ আগামী ২৩শে মার্চ অব্ধি চলমান থাকবে। মেলায় ৪০টিরও বেশি স্টল অংশগ্রহণ করেছে। এছাড়া প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news