patrika71
ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে কিশোর ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ধারাবারিষা

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর
মে ২৭, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে অনুর্ধ্ব ১৯ কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধারাবারিষা ইউনিয়ন কিশোর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার বিকেলে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে ধারাবারিষা ইউনিয়ন কিশোর ফুটবল একাদশ ও নাজিরপুর ইউনিয়ন কিশোর ফুটবল একাদশের খেলাটি ১-১ গোলে ড্র হলে ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৪-৩ গোলে জয়লাভ করে ধারাবারিষা ইউনিয়ন কিশোর ফুটবল একাদশ।

টিএমএসএস-এর কৈশোর কর্মসূচির আওতায় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন ও টিএমএসএস-এর বাস্তবায়নে উপজেলা পর্যায়ের ওই ফাইনাল খেলা শেষে টিএমএসএস-এর নাটোর জেলার পিসি মো. শাহীন মিয়া’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র মো. শাহনেওয়াজ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, টিএমএসএস কেন্দ্রীয় কৈশোর কর্মসূচির যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামা জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লা ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাছ।

এসময় পৌর কাউন্সিলর মো.রাশিদুল ইসলাম, টিএমএসএস গুরুদাসপুরের এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম, নাটোর উপজেলা প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম খান ও গুরুদাসপুর উপজেলা প্রোগ্রাম অফিসার (ইনচার্জ) ঝর্ণা খাতুন উপস্থিত ছিলেন।
মেধা ও মননে সুন্দর আগামীর জন্য ফুটবলের মাধ্যমে কিশোরদের মাদকসহ সবকিছুর উর্ধে থেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টিএমএসএস সংস্থাটি কৈশোর কর্মসূচি গ্রহণ করেছে। উপভোগ্য টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যাচ সেরার পুরস্কার লাভ করে মো. আলিফ।

পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন