নড়াইলে মাদক মামলায় মাদক সম্রাট মাসুদের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল জেলা প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নড়াইলে মাদক মামলায় মাদক সম্রাট  মাসুদের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে মাদক মামলায় মাসুদ শেখ নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত।

দন্ডপ্রাপ্ত আসামি মাসুদ শেখ সদরের চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রামের বাসিন্দা।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে নড়াইল গোয়েন্দা পুলিশের এসআই নয়ন পাটোয়ারীর নেতৃত্বে একটি দল সদরের চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী বাজারে মাদকদ্রব্য উদ্ধার পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফেদী এলাকার বুলু শেখের বাড়িতে ফেনসিডিল কেনা-বেচা হচ্ছে এ খরর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ নিয়ে পালানোর সময় আসামি মাসুদ শেখকে আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে আসামির কাছে থাকা ব্যাগ থেকে ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারেসদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news