সারাদেশের ন্যায় গংগাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে গংগাচড়া উপজেলা পরিষদ মাঠে সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা চেয়ারম্যান মো রুহুল আমিন।
গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাজু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা রাবেয়া বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মাজাহারুল ইসলাম লেবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান , বাংলাদেশ আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাইয়েদুল ইসলাম , উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, প্রধান শিক্ষক ও এ্যাথলেটিক্স অংশ গ্রহণকারী ছাত্রছাত্রী।
এতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়।শেষে প্রতিয়োগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
পত্রিকা একাত্তর/ সানজিম মিয়া