ডোমারে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ২

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

২৬ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

ডোমারে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ২

নীলফামারীর ডোমার উপজেলায় মসজিদের বাইরে ময়লা ফেলার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মজির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৫শে ডিসেম্বর) দুপুরে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের সোনারায় কলোনীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মজির উদ্দিন (৬০) একই এলাকার মৃত কছির উদ্দিনের পুত্র।

স্থানীয়রা জানান, পশ্চিম হরিণচড়া কলোনীপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও মাদ্রাসার সীমানা নিয়ে পার্শ্ববর্তী জাহানুর ইসলামের সাথে বিরোধ চলে আসছে নিহত মজির উদ্দিনের। দুপুরের আগে কোনো এক সময় জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান মসজিদের পাশের জমিতে ময়লা ফেলেন। জোহরের নামাজ শেষে মজির উদ্দিন মসজিদ থেকে বের হয়ে দেখতে পান মসজিদের পাশে ময়লা ফেলা হয়েছে। এ নিয়ে তিনি প্রতিবাদ করলে কলোনীপাড়া এলাকার জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান লাঠি নিয়ে এসে মজির উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। লাঠির আঘাত মজির উদ্দিনের মাথায় ও ঘাড়ে লাগলে তার নাক দিয়ে রক্ত বের হয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মজির উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ফেন্সি ও তার ছেলেকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজমির রহমান রিশাদ || ডোমার উপজেলা (নীলফামারী) প্রতিনিধি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news