সেচ্ছায় রক্তদানে জামালপুরের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি | জামালপুর

জেলা প্রতিনিধি | জামালপুর

১২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

সেচ্ছায় রক্তদানে জামালপুরের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

‘জোগাড় থাকলে ২ ব্যাগ রক্ত মা ও নবজাতকের জীবন থাকবে ঝুঁকি মুক্ত, বিয়ের আগে পরিক্ষা করলে রক্ত সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত, এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর” এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি এ.কে. মেমোরিয়াল ডিগ্রি কলেজের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এ.কে. মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ একরামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ ইমরান, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খাঁন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান হাবিব, মেডিকেল অফিসার ডাঃবিপুল মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর সভাপতি ইসমাইল হোসেন রাজু সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক সামিউল করিম তূর্জয়, সাংগঠনিক সম্পাদক সজল মিয়া প্রমুখ।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো এবং এ সেচ্ছাসেবী সংগঠন থেকে সংগ্রহ করতে পারবো।

স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর সভাপতি ইসমাইল হোসেন রাজু বলেন, অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ফ্রী কার্যক্রম হাতে নেওয়া হয় ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পত্রিকা একাত্তর/সাকিব আল হাসান নাহিদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news