রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
যুব সমাজকে মাদকমুক্ত এবং সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করতে দ্বিতীয় বারের মত গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন বেতগাড়ী সংস্কৃতি অঙ্গন।
সরেজমিন দেখা গেছে, মাঠের মাঝখানে প্রাণপণে ছুটছে ঘোড়া। উপস্থিত দর্শকরা হর্ষধ্বনি ও হাত তালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। আয়োজিত প্রতিযোগিতায় নওগা, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলার থেকে প্রতিযোগীরা অংশ নেয়।ঘোড়া দৌড় খেলায় ৫টি করে ঘোড়া নিয়ে ৪টি গ্রুপে মোট ২০টি ঘোড়া অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় প্রতি গ্রুপে প্রথম ও দ্বিতীয়জনকে পুরস্কার দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) বিকেল ৩টায় বেতগাড়ী সংস্কৃতি অঙ্গন আয়ােজিত রামনগড় মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় বারের মত ঐতিহাসিক ঘােড়া দৌড় ও বার্ষিক ক্রিড়া প্রতিযােগীতার উদ্বোধন করেন বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এনামুল হক।খেলাটি পরিচালনা করেন, বেতগাড়ী সংস্কৃতি অঙ্গনের সভাপতি মােঃ সাদেকুল ইসলাম। প্রধান পৃষ্ঠপােষকতায় ছিলেন, ডাঃ হাঃ শহিদুল ইসলাম সফি, পরিচালক ইসলাম হোমিও হল বেতগাড়ী।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রথম স্থানে বিজয়ী হন, রাজা হর্স পাওয়ার,মোছাঃজান্নাতুল, ঘোড়াঘাট দিনাজপুর। দ্বিতীয় স্থান অর্জন করেন, তাসলিমা আক্তার,তৃতীয় স্থান দখল করেন রংপুরের হিমেল মিয়া। উক্ত খেলায় প্রথম পুরস্কার হিসাবে ২৪ ইঞ্চি টিভি, দ্বিতীয় পুরস্কার ১৪ ইঞ্চি টিভি, তৃতীয় পুরস্কার মোবাইল ফোন, ও সকল প্রতিযোগীকে ৫শত টাকা করে পুরষ্কৃত করা হয়।
এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে বেতগাড়ীর রামনগড় মাঠ প্রাঙ্গনে বসেছে মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা। সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়।
এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি আবালবৃদ্ধবনিতারাও।
পত্রিকা একাত্তর/ সানজিম মিয়া
আপনার মতামত লিখুন :