শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা কোর্ট চত্বরে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার লাল ও সবুজ দল অংশ গ্রহণ করেন।
প্রীতি ম্যাচে লাল দল ৩-২ গোলে সবুজ দলকে পরাজিত করে। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন লাল দলকে ২০ পিচ সিরামিক প্লেট ও সবুজ দলকে ১৫ পিচ সিরামিক প্লেট পুরস্কার দেয়া হয়। পুরস্কার গ্রহণ করেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ ও সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন রনি প্রমুখ।
খেলাটি পরিচালনায় ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, মো. সাজ্জাদ হোসেন, সদস্য মো. আলমগীর হোসেন।
পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা