ডোমারে ‘জানো’ প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে ‘জানো’ প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে ‘জানো’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮শে জানুয়ারী) সকাল ১০টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী ভার্মি কম্পোষ্ট উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে পাঠদান করান—ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনিছুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন—কেয়ার ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল অফিসার নিহার কুমার প্রামাণিক, ডোমার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দুলাল মিয়া, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহমেদ শাহ প্রমূখ।

প্রশিক্ষন শেষে সকল প্রশিক্ষনার্থীদের ডোমার উপজেলায় অবস্থিত কেঁচো কম্পোষ্টের মাধ্যমে উৎপাদিত অন্নপূর্ণা জৈব সার কারখানা পরিদর্শনের মাধ্যমে জৈব সার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অবগত করানো হয়। প্রশিক্ষনটির মূল উদ্দেশ্য—ডোমার উপজেলার কৃষকরা কেচোঁ কম্পোষ্টের মাধ্যমে জৈব সার উৎপাদন করে ফসলের জমিতে প্রয়োগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জৈব সার বাজারজাত করে অর্থনৈতিকভাবে লাভবান হবে। এছাড়া জৈব সার পরিবেশবান্ধব হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে উক্ত সার জমিতে প্রয়োগ করলে শাকসবজির পুষ্টিমান বজায় থাকবে।

প্রসঙ্গতঃ জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন ও কেয়ার ইন্টারন্যাশনাল এবং প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন করে আসছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news