উপ-সহকারী প্রকৌশলীকে  ঘুষি মেরে আহত করলেন প্রকৌশলী


উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী প্রকাশের সময় : ০৬/১১/২০২২, ৮:৩৪ অপরাহ্ণ / ৯৪
উপ-সহকারী প্রকৌশলীকে  ঘুষি মেরে আহত করলেন প্রকৌশলী

পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকোর‘র) এর উপ-সহকারী প্রকৌশলী এসএম আব্দুল করিম মারধোরের শিকার হয়েছে। শনিবার দুপুরে নিজ কার্যালয়ের ভারপ্রাপ্ত র্নিবাহী প্রকৌশলীর মো. মাঈন উদ্দিন তাকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

হামলার শিকার হয়ে আব্দুল করিম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আহত ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী জানান, তুচ্ছ ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভারপ্রাপ্ত র্নিবাহী প্রকৌশলী আমাকে দুদফা নোটিশ করেন। এতে আজ আমি তার কক্ষে উপস্থিত হয়ে অহেতুক নোটিশের কারন চেয়ে ওজর-আপত্তি জানাই।

এসময় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে অনেক গালমন্দ করেন। এসময় র্নিবাহী প্রকৌশলী আরও বলেন-নোটিশ করা তো সবেমাত্র শুরু করেছি,এরপর থেকে চলতেই থাকবে। একপর্যায় মাঈন উদ্দিন চোখের নিচাংশে ঘুষি মেরে রক্তাত্ব করেন। তিনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে হেনস্তা করছে বলে দাবি করেন আহত আব্দুল করিম।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত র্নিবাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল করিম নতুন মিটার সংযোগ দেয়াসহ ভাবে অনিয়ম-দুর্নীতি করে আসছেন। প্রথমে তাকে মৌখিকভাবে সর্তক করেছি। কিন্তু তিনি স্থানীয় প্রভাব দেখিয়ে অফিসিয়াল নিয়মকে উপেক্ষা করছেন। তাই তাকে নোটিশ করেছি।

কিন্তু তাতে তিনি ক্ষিপ্ত হয়ে আজ আমার কক্ষে উপস্থিত হয়ে র্তকে জড়িয়ে পরেন। এসময় তার রূঢ় আচরন আমি আমার ব্যবহৃত মোবাইলে ধারন করে গেলে তিনি বাধা দিয়ে ধস্তাধস্তিতে লিপ্ত হয়।

এসময় আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। তৎকালীন র্নিবাহী প্রকৌশলী বদলি জনিত কারনে পদ শূন্য হয়। এরপর থেকেই ভারপ্রাপ্ত র্নিবাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করে উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাঈন উদ্দিন।

পত্রিকা একাত্তর/ মিজানুর রহমান