বগুড়ার নন্দীগ্রামে অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের যে কেউ হলুদ সাংবাদিকতা করলে তার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষনিক বহিস্কার করাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ডে ক্যাফে এফএনএফ চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া।
উপজেলায় সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে এবং সংবাদ সংগ্রহকালে যেকোনো দপ্তরে হয়রানি বা অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হলে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি।
নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি তানসেন আলী মন্টু, সহ সভাপতি রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, আব্দুল করিম প্রমুখ।
পত্রিকাএকাত্তর / আব্দুল আহাদ