ঢাকা থেকে মিতালি এক্সপ্রেসের প্রথম যাত্রা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩ জুন, ২০২২, ১ year আগে

ঢাকা থেকে মিতালি এক্সপ্রেসের প্রথম যাত্রা

বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৮ জন যাত্রী নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে প্রথম যাত্রা সফলভাবে সম্পন্ন করেছেতৃতীয় আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস। সকালে বাংলাদেশের চিলাহাটি সীমান্ত অতিক্রম করে ট্রেনটি।

শুক্রবার (৩রা জুন) নির্ধারিত সময়ের পৌনে ২ ঘণ্টা বিলম্বে সকাল ৮টায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ভারতের নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা করে মিতালী এক্সপ্রেস। এর আগে, বৃহস্পতিবার (২রা জুন) নির্ধারিত সময় রাত ৯টা ৫০ মিনিটে পাঁচজন ভারতীয় নাগরিক ও তিনজন বাংলাদেশি নাগরিক সহ মোট ৮ জন ভিসাধারী যাত্রী নিয়ে ঢাকা ক্যান্টেমেন্ট স্টেশন ছেড়ে আসে ট্রেনটি।

চিলাহাটি স্টেশনে সহকারী স্টেশন মাস্টার ময়নুল হোসেন জানান, “আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস সকাল সোয়া ৬টায় চিলাহাটিতে পৌঁছানোর কথা থাকলেও ট্রেনটি স্টেশনে আসে ৭টা ৪০ মিনিটে। ট্রেনটি বিরতিহীনভাবে সামনের ডোমার স্টেশন অতিক্রম করে ৭টা ২০ মিনিটে। ট্রেনটির যাত্রীদের মধ্যে ৭ জন এসি চেয়ার ও একজন এসি বার্থ এর যাত্রী ছিল। ঢাকা থেকে বাংলাদেশি রেলের লোকোমেটিভ (ইঞ্জিন) ১০টি কোচ নিয়ে ভোরে চিলাহাটি স্টেশনে পৌঁছে। এর ২০ মিনিট বিরতির পর ভারতীয় রেলের (লোকোমেটিভ) ইঞ্জিন কোচগুলো নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি উদ্দেশ্যে চিলাহাটি স্টেশন ত্যাগ করে।”

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news