পলাশে সবুজ প্রকৃতি কৃষ্ণচূড়ার রঙে সেজেছে

উপজেলা প্রতিনিধি, পলাশ

২১ মে, ২০২২, ১ year আগে

পলাশে সবুজ প্রকৃতি কৃষ্ণচূড়ার রঙে সেজেছে

প্রকৃতিতে চলছে গ্রীষ্মের তান্ডব। গাছে গাছে ফুটেছে ফুল, চারপাশটা যেন ফুলে ফুলে ভরে গেছে। তবে সব ফুল যে কৃষ্ণচূড়ার মতো নজর কাড়তে পারছে না।নরসিংদীর পলাশ উপজেলা বাসটেন্ড থেকে খানেপুর উচ্চ বিদ্যালয় পযন্ত লম্বা সড়কে রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়ার মন কাড়া সৌন্দর্য।

সবুজ চিকন পাতা ফাকে ফাকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল। দেখে চোখ জুড়িয়ে যায়। এক অন্যরকম দৃষ্টিনন্দন শোভা। সবুজ পাতা ফাকে ফাকে কৃষ্ণচূড়া বাতাসে রাস্থায় পড়ে আছে লাল লাল ফুল।

ঠিক এমনি প্রকৃতি অপরূপ লাল টুকটুকে কৃষ্ণচূড়ার ফুলোর সাজে সাজিয়ে তুলেছে পলাশ উপজেলার বাসটেন্ড এর সড়ক। সৌন্দর্যের মুখরিত দর্শনার্থীদের আকর্ষণ এ সড়ক। লাল সবুজে একাকার হয়ে জায়গাটি যেন আরও অপরূপ সাজে সেজেছে।

এলাকা ঘুরে দেখা যায় মানুষ দল বেধে সেলফি তুলছে। কিশোর কিশোরীর ভির করছেন ফুলের সঙ্গে নিজেকে একটি মুহূর্তকে বন্দি করতে। তবে সড়ক এর একদিকে একটি ডাস্টবিন রয়েছে ময়লা ও আবর্জনা ফেলা হয় যা দূরগন্ধ সৃষ্টি করেন।

এ ছারাও পলাশ উপজেলার শহীদ মিনার প্রাঙ্গন কৃষ্ণচূড়া রক্তরাঙা হয়ে উঠেছে। দেখে মনে হবে প্রকৃতি যেন তাম মনের ভাষায় শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে ফুলে ফুলে। এমন মনোমুগ্ধকর দৃশ্য সৌন্দর্য উপভোগ অনেকেই আশ্রয় নেয় কৃষ্ণচূড়ার ছায়া তলে।

হ্মনিকের বিশ্রাম এনে দেয় এক ভিন্ন প্রশান্তি। স্থানীয় বাসিন্দা মাহামুদুর হাসান হৃদয় বলেন পলাশ উপজেলার বিভিন্ন সড়ক এবং উপজেলা শহীদ মিনারে কষ্ণচূড়া প্রকৃতি মেলে ধরেছে তার আপন রঙ। কৃষ্ণচূড়া গাছ বাসটেন্ড থেকে খানেপুর উ”৯চ বিদ্যালয়ের সড়কটিতে হাটলে মন জুড়ে যায়।

পত্রিকা একাত্তর /সিয়াম সরকার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news