ঈদের নামাজের জন্য প্রস্তুত হচ্ছে ডোমার কেন্দ্রীয় ঈদগাহ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৯ এপ্রিল, ২০২২, ১ year আগে

ঈদের নামাজের জন্য প্রস্তুত হচ্ছে ডোমার কেন্দ্রীয় ঈদগাহ

পবিত্র ঈদ-উল-ফিতরের বাকি আর মাত্র ৩ দিন। ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য এরই মাঝে শেষ সময়ের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান কমিটির নেতৃবৃন্দরা।

দীর্ঘ সময় যাবৎ আবহাওয়ার প্রতিকূলতা ও করোনা মহামারীর কারণে ঈদের নামাজ ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আদায় করতে পারেন নি ডোমারের মুসল্লিরা। করোনা শেষে আবহাওয়া প্রতিকূলে থাকলেও নামাজ ঈদগাহে অনুষ্ঠিত করার জন্য বেশ জোরেসোরে কাজ চালাচ্ছেন কমিটির দায়িত্বপ্রাপ্তরা। ঈদগাহ প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন, দেয়ালে চুনকাম, শামিয়ানা টাঙানো সহ কবর রক্ষণাবেক্ষণের কাজ প্রায় শেষের দিকে।

ত্রিশ দিন সিয়াম সাধনার পর সবাই মিলে একসাথে ঈদগাহে নামাজ পড়তে চান ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পার্শ্ববর্তী এলাকা এমপির মোড়ের ওবায়দুল ইসলাম। তিনি বলেন, রমজানের ত্রিশটি রোজা রাখার পর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের দিন জামায়াতের সাথে নামাজ আদায় করি আমরা। বৃষ্টিপাত ও করোনাভাইরাসের কারণে কয়েকবার মসজিদে নামাজ পড়তে হয়েছে। তবে এবার নাতিদের নিয়ে ঈদগাহে নামাজ পড়তে যেতে চাই।

ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মো. আল-আমিন রহমান জানান, দীর্ঘ সময় পর এবার ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের লক্ষ্যে কাজ করা হচ্ছে। করোনা মহামারীর পর আবহাওয়ার প্রতিকূলতাকে জয় করে ঈদগাহে নামাজ আদায় করতে সাধারণ মুসল্লিরা অধীর আগ্রহ নিয়ে আছেন। ইনশাআল্লাহ, ঈদগাহে এবার নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।

উল্লেখ্য, ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের অবস্থান ডোমার উপজেলা শহরের বড়রাউতা মাদ্রাসাপাড়া এলাকায়। এর আগে, ঈদ-উল-ফিতরের নামাজের প্রথম জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হতো। তবে এখনো ঈদের জামাতের সময় জানায় নি ঈদগাহ পরিচালনা কমিটি।​​​​​​

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news