মহেশপুর সীমান্তে ৯টি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২২, ১ year আগে

মহেশপুর সীমান্তে ৯টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৯টি স্বর্ণের বার জব্দ করেছে। বুধবার (২৭শে এপ্রিল) দুপুরে সীমান্তের শুন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রাম হতে এসব স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।

বুধবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত বেনীপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আনুমানিক ১২টা ৪৫ মিনিটের সময় সীমান্তের শূন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর থানাধীন পিপুলবাড়ীয়া গ্রামের লিচু বাগানের মধ্যে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৯টি (৭টি ছোট এবং ২টি বড়) স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করেন। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬৭৯.৬১৬ গ্রাম। যার মূল্য ১ কোটি ১৬ লক্ষ ৬৬ হাজার ১০৯ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করে জব্দকৃত স্বর্ণের বারসমূহ ট্রেজারি অফিসে জমা করে।

পত্রিকা একাত্তর /মোঃ তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news