আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

২৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা

ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরে ৫৭ লক্ষ ৯৯ হাজার ৭৪৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে সোমবার বিকেলে আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, রাজস্ব ও উন্নয়ন খাতের সমন্বয়ে এ বাজেট বাস্তবায়ন করা হবে। এই পরিষদের মাধ্যমে উন্নয়ন কাজগুলো প্রত্যেক গ্রাম ও মানুষের দোড়গড়ায় পৌঁছে দেয়া হবে।

আলোচনা সভা শেষে আক্চা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৫৭ লক্ষ ৯৯ হাজার ৭৪৪ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন। যা ২০২১-২০২২ সালে বাজেট ঘোষণা করা হয়েছিল ৫৬ লক্ষ ৩৯ হাজার ৩১১ টাকা।

পত্রিকা একাত্তর /আব্দুল্লাহ আল সুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news