ডোমারে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমারে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

বিশ্ব শান্তি ও সমগ্র জীবজগতের কল্যাণ কামনায় নীলফামারীর ডোমারে ৬৬ তম বারের মতো অনুষ্ঠিত হয়েছে চারদিন ব্যাপী ‘শ্রী শ্রী হরিনাম সংকীর্তন’। নামসুধা শ্রবণ করতে দুর দুরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীদের পদচারণ ঘটে ডোমারে।

বুধবার (২০শে এপ্রিল) ডোমার পৌরসভার চৌরঙ্গী মোড় সংলগ্ন স্বর্গীয় বনওয়ারী লাল আগরওয়ালার বাসভবনে হরিনাম সংকীর্তনের সমাপ্ত ঘোষণা করা হয়। হরিনাম মহাযজ্ঞটি গত ১৭ই এপ্রিল (রোববার) অরুনোদয় হতে শুরু হয়েছিল।

শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজক রামনিবাস আগরওয়ালা জানান, আমরা পারিবারিক ভাবে দীর্ঘ ৬৬ বছর ধরে এই আয়োজন করে আসছি। ঘোর অন্ধকারময় কলিযুগে জীবের একমাত্র মুক্তিমন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম।

এবারে নামসুধা পরিবেশন করেছেন—নেত্রকোণার ‘জগবন্ধু সম্প্রদায়’, ঢাকার সাভারের ‘শ্রী ভোলানাথ সেবা সংঘ’, পাবনার ‘শ্রী জয়গুরু সম্প্রদায়’, ঠাকুরগাঁওয়ের ‘শ্রী আনন্দ সম্প্রদায়’, নীলফামারীর ‘শ্রী রাধাকৃষ্ণ সম্প্রদায়’ এবং স্বাগতিক ডোমারের ‘শ্রী নিত্যযুগল সম্প্রদায়’।

উল্লেখ্য, কীর্ত্তন ঘিরে স্বর্গীয় বনওয়ারী লাল আগরওয়ালার বাসভবন যেমন আলোকসজ্জা করা হয়েছে, ঠিক তেমনি আশেপাশের এলাকায় বিভিন্ন জিনিসপত্রের পসরা নিয়ে দোকানিরা বসিয়েছিল মেলা। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় মহাযজ্ঞে বিশেষ প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news