টিপ পরায় শিক্ষিকাকে হেনস্ত: কনস্টেবল সামরিক বরখাস্ত

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা জেলা প্রতিনিধি

৪ এপ্রিল, ২০২২, ২ years আগে

টিপ পরায় শিক্ষিকাকে হেনস্ত: কনস্টেবল সামরিক বরখাস্ত

টিপ পরায় একজন শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। ০৪ এপ্রিল (সোমবার) বিকেল ৫টায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সে শিক্ষিকা হলেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের। তিনি অভিযোগ করেন, পুলিশের ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তি তাকে উত্ত্যক্ত করেন তেজগাঁও এলাকায়। ঘটনাটির বর্ণনা দিয়ে শিক্ষিকা লিখিত অভিযোগ দায়ের করেন শেরেবাংলা নগর থানায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কেনো? তদন্তের স্বার্থে নাকি তদন্তে দোষী হওয়ার কারণে—প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদমাধ্যমে খবরটি যেভাবে আসছে, তাতে পুলিশের তদন্ত নিয়ে শতভাগ বিশ্বাসযোগ্যতা যাতে থাকে এবং গাফিলতির অভিযোগ না ওঠে সেজন্য ওই অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটির সঠিক তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গ:- টিপ পরা ছবি দিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবাদ

সোমবার সকালে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া জানান, অভিযুক্ত কনস্টেবলকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম নাজমুল তারেক। পুলিশ লাইনে সংযুক্ত থেকে তিনি ভিআইপি, ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন।

শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগে উল্লেখিত, ওই প্রভাষক সকাল ৮টা ২০ মিনিট থেকে ০৮:৩০টার মধ্যে ফার্মগেট মোড় পার হয়ে তেজগাঁও কলেজের দিকে যাওয়ার সময় সেজান পয়েন্টের সামনে মোটরবাইকের ওপর বসে এক ব্যক্তি বলেন, ওই, টিপ পরছোস ক্যান’? শিক্ষিকা পেছন ফিরে প্রতিবাদ করলে পুলিশের ইউনিফর্ম পরা ওই ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন যাহা (লেখার যোগ্য নয়)।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গালিগালাজের একপর্যায়ে ওই ব্যক্তি বাইক স্টার্ট করে ওই নারীর গায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যাচ্ছিলেন। ওই নারী পিছিয়ে গেলেও তার পায়ে আঘাত লাগে। বাইকটির নম্বর ১৩৩৯৭০ হতে পারে বলে অভিযোগে উল্লেখ করেন ওই নারী।

পত্রিকা একাত্তর/ মোঃ আল আমিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news