নদী ও চলনবিল বাঁচাতে চারঘাট স্লুইসগেট অপসারণের দাবি

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

৩১ মার্চ, ২০২২, ২ years আগে

নদী ও চলনবিল বাঁচাতে চারঘাট স্লুইসগেট অপসারণের দাবি

নন্দকুজা, আত্রাই, গুমানী নদী বাঁচলে চলনবিল রক্ষা হবে। তার আগে বড়ালের উৎসমুখে চারঘাট স্লুইস গেট অপসারণ করতে হবে। সেই সাথে দখল ও দূষণ মুক্ত করতে হবে নদীগুলোকে।

নাটোরের গুরুদাসপুরে নদীসহ চলনবিলের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সভায় উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা।

উপজেলার চাঁচকৈড় নন্দকুজা নদীর পাড়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চলনবিল রক্ষা আন্দোলন গুরুদাসপুর উপজেলা শাখার আহ্বায়ক এস এম মজিবুর রহমান মজনু।

বিল ও নদী বাঁচাতে সকল সুবিধার আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র মো. শাহনেওয়াজ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন চলনবিল রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান।

প্রবন্ধ পাঠ করেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আব্দুল বারী, চলনবিল রক্ষা আন্দোলন গুরুদাসপুর শাখার সদস্য সচিব মো. এমদাদুল হক, সিনিয়র সাংবাদিক আলী আককাছ, কৃষকলীগ নেতা আব্দুল আজিজ সরকার, স.ম সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ মোঃ সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news