জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় রিলিজ স্লিপ ও আসন সংখ্যা বৃদ্ধির জন্য আবেদন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৮ মার্চ, ২০২২, ২ years আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় রিলিজ স্লিপ ও আসন সংখ্যা বৃদ্ধির জন্য আবেদন

২৮/০৩/২০২২ইং

বরাবর,

মাননীয় মন্ত্রী মহোদয়,

শিক্ষা মন্ত্রণালয়!

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়ঃ অনার্স প্রথম বর্ষ (২০২০-২০২১)সেশনে ভর্তি প্রক্রিয়ায় ৩য় রিলিজ স্লিপ প্রদান প্রসঙ্গে।

জনাবা,

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে,আমরা অনার্স (সেশনঃ ২০২০-২০২১)১ম বর্ষে ভর্তি ইচ্ছুক সাধারণ শিক্ষার্থী।

কোভিড-১৯ এর প্রভাবে ২০২০-এইচএসসি বিশেষ বিবেচনায় শতভাগ পাশ দেওয়া হয়! এমতাবস্থায় এ+ ধারী শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সেকেন্ড টাইমার এবং অটো পাশ হওয়া শিক্ষার্থীগণ অনার্সে ভর্তির সুযোগ পায়নি। এবং যে পরিমাণ শিক্ষার্থী পাশ করে বেরিয়েছে সেই তুলনায় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা খুবই সীমিত!

অন্যদিকে অনার্স ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়ায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির পূর্বেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের পূর্বেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় রিলিজ স্লিপ এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষ করা হয়! যার

ফলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪১হাজার সিট ফাঁকা অবস্থায় পড়ে আছে! অথচ,

আমরা এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি।

তাছাড়া (সেশনঃ-২০২১-২০২২) শিক্ষাবর্ষে এইচএসসি ৫০% অটো পাশ হওয়ায় শিক্ষার্থী

সংখ্যা বৃদ্ধি পেয়েছে;যার ফলে আমরা অনার্স ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা জিপিএ ভালো থাকা স্বত্ত্বেও আগামী (সেশনেঃ২০২১-২০২২)এ ভর্তি

হতে পারবো কিনা তারও সম্ভবনা নেই! এমতাবস্থায়,৩য় রিলিজ স্লিপের মাধ্যমে অনার্স ১ম বর্ষে ফাঁকা আসনগুলোতে ভর্তির সুযোগ দেওয়া হলে

আমরা আসন না পাওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবো!

নিম্নে আমাদের যৌক্তিক দাবি সমূহ আপনার সদয় বিবেচনার জন্য উল্লেখ করা হলো:

১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাঁকা আসন সমূহ পূর্ন করতে,৩য় রিলিজ স্লিপের মাধ্যমে আমাদের ভর্তির সুযোগ দেওয়া হোক।

২। কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ সকল শিক্ষার্থীদের সীমিত সময়ের মধ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ দেওয়া হোক।

৩। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করা হোক।

অতএব,মহোদয়ের নিকট প্রার্থনা এই যে,জাতীয় বিশ্ববিদ্যালয় এর ফাঁকা সিট গুলোতে ৩য় রিলিজ স্লিপ এর মাধ্যমে আমাদের লেখাপড়া করার সুযোগ দানে বাধিত করবেন।

নিবেদক

অনার্স (সেশনঃ ২০২০-২০২১) আসন না পাওয়া শিক্ষার্থীবৃন্দ

প্রচারেঃ সুভাষ কুমার দাস

এইচএসসি ব্যাচঃ ২০২০

পত্রিকা একাত্তর/ সুভ দাস

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news