ডোমারে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৭ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে হেপাটাইটিস, ডায়াবেটিস, কিডনি রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭শে মার্চ) সকাল ১০টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে লাইফস্টাইল হেলথ্ এডুকেশন প্রমোশন ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায় ও মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমূখ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী বলেন, আমরা চেষ্টা করছি উপজেলা স্বাস্থ্য বিভাগের সেবা খাতকে আরও প্রসারিত ও সহজলভ্য করতে। করোনার টিকা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করেছি। এছাড়া ভায়া ক্যাম্প, কুষ্ঠরোগ, যক্ষ্মা অনুসন্ধান কার্যক্রম প্রতিনিয়ত চলছে। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতোমধ্যে সমগ্র বাংলাদেশে ১ম স্থান অধিকার করেছে। যা ডোমারবাসীর জন্য গৌরবের। আমরা সকলের সহযোগিতায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও ডোমারের স্বাস্থ্য খাতকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে চাই। সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো।

উল্লেখ্য, কর্মশালায় দীর্ঘস্থায়ী রোগ ক্যান্সার, হেপাটাইটিস, ডায়াবেটিস ও কিডনি রোগের কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ শীর্ষক সকলকে স্বাস্থ্যশিক্ষা প্রদান সহ অবহিতকরণ এবং বিষদ আলোচনা করা হয়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news