রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচনের দাবিতে মিছিল

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

১৮ মার্চ, ২০২২, ২ years আগে

রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচনের দাবিতে মিছিল

আগামী ২৪ মার্চ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সম্মেলন। কাউন্সিল সম্মেলনে উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে আ’লীগ এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার বিকালে বঙ্গবন্ধু মুর‌্যালচত্ত্বর হতে একটি মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, সোনারায় ইউনিয়ন আ'লীগ সভাপতি রনজিত কুমার সরকার, দহবন্দ ইউনিয়ন আ'লীগ সভাপতি আশেক আলী জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন চন্দ্র সরকার, পৌর আ'লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটু

যুবনেতা শহিদুল ইসলাম রানা, হিরু মিয়া, লাজু মিয়া, ধোপাডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি ফিরোজ মন্ডল, সোনারায় যুবলীগ সভাপতি তুহিন আহম্মেদ, তারাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি পলাশ আহম্মেদ, সাবেক ছাত্রনেতা আজম মিয়া, পৌর যুবলীগ নেতা আমিনুল ইসলাম প্রমূখ। বক্তাগণ বলেন, রেজাকে বর্তমানে উপজেলা আ’লীগের অহংকার।

তিনি দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিবার্চনের পর থেকে দলকে সুসংগঠিত করে আসছে। দলীয় সকল কর্মকান্ডে সে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এছাড়া দলকে সঠিকভাবে পরিচালনার জন্য অঞ্চল ভিত্তিক হিসেবে রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচনের দাবি জানান তারা। উদীয়মান তরুণ নেতা হিসেবে রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমুল নেতাকর্মীরা।

পত্রিকা একাত্তর /মোঃ হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news