শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা, ভোটগ্রহণ ২৪ মার্চ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৭ মার্চ, ২০২২, ২ years আগে

শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা, ভোটগ্রহণ ২৪ মার্চ

১৯৫০ সালে প্রতিষ্ঠিত নীলফামারীর ডোমারের ঐতিহ্যবাহী ‘শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন’ এর ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

রোববার (৬ই মার্চ) শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রিজাইডিং অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম এক বিজ্ঞপ্তির মাধ্যমে ত্রিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করেন।

তফশিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণের জন্য ৮,৯,১০ই মার্চ মনোনয়নপত্র দাখিল, ১৩ই মার্চ মনোনয়নপত্র বাছাই ও বৈধ তালিকা প্রকাশ, ১৪ই মার্চ মনোনয়ন প্রত্যাহার করা যাবে। যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী ২৪শে মার্চ শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন চত্বরে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে যেসব পদে নির্বাচন করা যাবে : সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, অর্থ সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য।

উল্লেখ্য, বর্তমানে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু ও সম্পাদক মো. ময়নুল হক মনু।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news