patrika71
ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

মুমূর্ষু সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি

স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
আগস্ট ২৫, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চোখের সামনে যন্ত্রণায় ছটফট করছে নাড়ি ছেঁড়া ধন। আর গর্ভধারিণী মা সেই সন্তানের জন্য বসে কাঁদছেন। এখন কান্নায় যেন তার একমাত্র সম্বল।

ঠাকুরগাঁও জেলার শান্তিনগর (রাধেশ পাড়ার) গ্রামের মৃতঃ আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম (৪৪)। তিনি দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে ভুগছেন।

চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সহায় সম্পত্তি সব শেষ হলেও সন্তানের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। নিঃস্ব পরিবারটির পক্ষে এখন আর চিকিৎসা চালানো সম্ভব না হওয়ায় মানুষের দ্বারে দ্বারে হাত পাতছেন রফিকুল ইসলাম এর মা।

তিনি বলেন আমার ছেলে আমাদের সংসার চালানোর একমাত্র ব্যক্তি। আমার ছেলের একটি অটোরিকশা ছিল সেটিও তার চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছি। আমার জমানো কিছু টাকা ছিল তাও সন্তানের পিছনে খরচ করেছি।

IMG 20230825 163701

এখন কিইবা আর করার আছে আমার। এখন আমার দুই নাতি ও আমার বউমা সহ আমরা খুবই নিরুপায় হয়ে পড়েছি। তাই আমাদের অসহায় পরিবারের প্রতি সরকার এবং দেশ-বিদেশের যারা আছেন তারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন। তাহলে হয়তো আমার ছেলেকে বাঁচানো সম্ভব হবে।

তিনি আরো বলেন এ পর্যন্ত আমার ছেলের পিছনে প্রায় ৪থেকে ৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন আমাদের বাড়ি ভিটে ছাড়া আর কিছু নেই। কি করব কার কাছে যাব সেটিও ভাবে পাচ্ছিনা। তাই সরকারের কাছে ও প্রবাসীদের কাছে আমার আকুল আবেদন। আমার সন্তানকে বাঁচাতে একটু এগিয়ে আসবেন।

সাহায্য পাঠাতে পারেন।রোগীর ভাগিনা বাপ্পা যোগাযোগ ও সাহায্য পাঠাতে পারেন এই নাম্বারে -০১৭৬৭০২২৪৬১