ঠাকুরগাঁওয়ের হরিপুর ছাত্রলীগের কমিটি টাকার বিনিময়ে জামায়াত বিএনপি পরিবারর সদস্যদের দিয়ে সদ্য ঘোষিত হরিপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত বির্তকিত কমিটি বাতিলের দাবীতে ছাত্রলীগ নেতাকর্মির বিক্ষাভ ঝাড়ু মিছিল, ও মানববন্ধন শেষে সাদকুল ইসলাম ও শামিম রেজার কুশ পুত্তালিকা দাহ করেছেন।
গতকাল বুধবার সকাল সাড়ে১১টায় ইউনিয়ন ছাত্রলীগর সভাপতি উজ্জ্বল রাজবীর ও সম্পাদক রফিকুল ইসলামর নেতৃত্বের বিক্ষাভ ও ঝাড়ু মিছিল উপজলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করে থানা মোড় পাকা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা বলেন গত ৩রা নভেম্বর ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ কমিটির সভাপতি আজহারুল ই্সলাম ও সম্পাদক হিমুন সরকার স্বাক্ষরিত ২১ সদস্যর হরিপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করন।
প্রকৃত ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন না করে জেলা কমিটি দলীয় গঠনতন্রর উপেক্ষা করে নিজ ক্ষমতাবলে টাকার বিনিময়ে যারা ছাত্রলীগ করে না বিএনপি ও জাময়াত পরিবারের সদস্য সাদকুল ইসলাম সভাপতি ও শামিম রেজা সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষনা করেন ।
এই বির্তকিত কমিটি আমরা মানিনা। আমরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাছি। অনতি বিলম্ব এ কমিটি বাতিল করে প্রকৃত ও ত্যাগী নেতৃদের হাতে দায়িত্ব দিতে হবে ,না হলে আগামীতে আরা কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
পত্রিকা একাত্তর / ঠাকুরগাঁও
আপনার মতামত লিখুন :