আগামী ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় মহাসমাবেশ, এরই মধ্যে সমাবেশস্থলে নেতা কর্মীরা বোট,ট্রলার এবং পায়ে হেটে আসতে শুরু করেছে, কেউ কেউ আবার চলে এসেছে,ইতিপূর্বে এই সমাবেশ কে ঘিরে বরিশালের বিভাগীয় নেতাদের মধ্যে উৎসবের আমেজ বইতে শুরু করেছে।
সমাবেশ অনুষ্টিত হতে এখনো একদিন বাকি আছে, বাস মিনিবাস মাহিদ্রা মালিকদের ধর্মঘটের কারণে দুইদিন পূর্বেই বরিশালের অন্যান্য জেলার হাজার হাজার মানুষ সমাবেশে আসতে সুরু করেছে। ইতিপূর্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশ স্থলে বিশাল জনবহর নিয়ে বিলেস পার্ক সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেনবিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা)আসনের সাবেক সাংসদ,আলহাজ্ব নাজিম উদ্দিন আলম,
চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি আশারাফুর রহমান দিপু ফরাজী,উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মীর সায়েদ মিয়া, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম সোহেল মিয়া, মনপুরার উপজেলা যুবদলের সভাপতি রাজীব চৌধুরী সহ পিএনপির নেতৃবৃন্দ সহ কয়েক হাজার সমর্থক।
এর আগে বরিশাল বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে ভোলা থেকে লঞ্চযোগে বিএনপির নেতাকর্মীরা বরিশালে যাবার পথে ভোলার ভেদুরিয়া নামক স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সাথে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের শহরের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোলা-বরিশাল রুটের আওলাদ নামের একটি লঞ্চে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে লঞ্চ মালিক কতৃপক্ষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে বলে সদর থানার ওসি মো শাহিন ফকির জানান।
পত্রিকা একাত্তর / সোহাগ হাওলাদার
আপনার মতামত লিখুন :