বিএনপি নেতা হাজী হুমায়ুন কবিরের রোগমুক্তি কামনায় দোয়া


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ১৮/১০/২০২২, ৫:৩১ অপরাহ্ণ / ১৫০
বিএনপি নেতা হাজী হুমায়ুন কবিরের রোগমুক্তি কামনায় দোয়া

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও চকবাজার থানা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির ১নং সহ—সভাপতি হাজী মোঃ হুমায়ুন কবিরের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেছে ৩০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।

হাজী হুমায়ুন কবিরকে সম্প্রতি ব্যাংককের একটি হাসপাতালে হার্টে রিং পড়ানো হয়েছে। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন জুয়েল, ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইলিয়াস, আব্দুল হাদি, মোতাহার হোসেন, মোঃ করিম, আঃ রহমান, সাইফুল ইসলাম হাসু, সাবের হোসেন বাবু, চাঁন মিয়া, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মুসা ফরাজী, যুগ্ম আহ্বায়ক মাহফুজ, মাহবুব, মোঃ কবির,

সদস্য আকাশ আহমেদ, জাহাঙ্গীর আলম, ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুমন, সিনিয়র সহ—সভাপতি আরিফ হোসেন বারেক, ৩০নং ওয়ার্ড শ্রমিকদলের সিনিয়র সহ—সভাপতি মোঃ জয়নাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৩০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা আমান বেপারী, মনির প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ হাজী মোঃ হুমায়ুন কবিরের আশু রোগমুক্তি কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। হাজী মোঃ হুমায়ুন কবির আবারো সুস্থ্য হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন।

পত্রিকা একাত্তর / মুসা ফরাজী