শনিবার ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশ সফল করতে গৌরীপুরে বিএনপি ও যুবদলের উদ্যোগে শুক্রবার ১৪ অক্টোবর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
পথসভায় বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে জ¦ালানী তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলবৃদ্ধি ও ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শহরের ঝলমল সিনেমা হল সড়ক থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু করেন যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম। সমাবেশ সফল করতে পথসভায় বক্তব্য রাখেন যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম, মনিরুজ্জামান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম কামাল,
যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন মৃধা, সহ সম্পাদক শহীদুল ইসলাম, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সোহেল রানা, সবুজ মিয়া মীর, মো. আনোয়ার হোসেন, এমদাদুল হক রাসেল, ডা. শাহজাহন মিয়া, মো. সাহেব আলী, রাসেল মিয়া, রিসাদ বাবু, মুজিবুর রহমান, বেগ মোস্তাকিম, মোজাম্মেল হক রাসেল, আনোয়ারুল ইসলাম আনু, মো. মিলন মিয়া, মো, ইকবাল হোসেন প্রমুখ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট নূরুল হকের নেতৃত্বে উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ ও গাগলাবাজার, সহনাটী ইউনিয়নের পাছারবাজারে গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্য দলের নেতা জালাল আহমেদ, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম কাজীয়াল হায়াত শাহী মুনশী, বাহালুল মুনশী প্রমুখ। এছাড়াও তিনি ৩দিনে উপজেলার ১৯টি স্থানে গণসংযোগ ও পথসভা করেন।
অপরদিকে বিএনপি নেতা হাফেজ আজিজুল হকের নেতৃত্বে ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজার, রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
ময়মনসিংহের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিশ্চিত করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতা এডভোকেট নুরুল হক। তিনি জানান, কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
পত্রিকা একাত্তর / হুমায়ুন কবির
আপনার মতামত লিখুন :