গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে নীলফামারীর ডোমারে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার (৮ই এপ্রিল) বিকালে ডোমার বাজার বাটার মোড়ে উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল আলম। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।
ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু প্রমূখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :